South east bank ad

বিজেপি নেতা আব্দুল্লাহ আল মামুন খসরু আর নেই

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ০৯:০২ অপরাহ্ন   |   সারাদেশ

বিজেপি নেতা আব্দুল্লাহ আল মামুন খসরু আর নেই
ইকরামুল আলম, (ভোলা) :

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা সদর উপজেলার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আব্দুল্লাহ আল মামুন খসরু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। 

সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মামুন খসরু গত দেড় মাস আগে ওপেন হার্ট সার্জারী হয়েছে। পরে তিনি ঢাকা থেকে মোটামুটি সুস্থ্য হয়ে বাড়ি চলে আসেন। গত ১০-১৫দিন আগে আবার তিনি অসুস্থ্যতা বোধ করলে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সোমবার রাতে সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে ভোলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের জানাজা আজ মঙ্গলবার আসরের নামাজের পর ভোলা শহরের খলিফাপট্টি জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
BBS cable ad