ময়মনসিংহে ডিবির অভিযানে গ্রেফতার-১২

মোঃ নজরুল ইসলাম, (ময়মনসিংহ ব্যুরো) :
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ জুয়ারি ও মাদক ব্যবসায়ীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ জুয়া ও মাদকমুক্ত করতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের উদ্যোগে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ডিবির এসআই জাকির হোসেন রবিবার নগরীর জিলা স্কুল রোড ফুলবাড়ীয়া পুরাতন বাসষ্ট্যান্ড থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজ রোমানকে গ্রেফতার করে। এছাড়া এসআই আমিনুল ইসলাম ফুলবাড়ীয়ার দেওখোলা থেকে তিনি মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। তারা হলো রোজবেল ফকির, আনিছুর রহমান ও আঃ হাই।
অপর অভিযানে আকুয়া মোড়লবাড়ী থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় ৮ জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো, সুহেল মিয়া, ইসমাইল হোসেন, মজিদ মিয়া, আঃ লতিফ, মোঃ বিপ্লব, জুয়েল মিয়া, শহিদুল ইসলাম স্বপন ও আবুল খায়ের। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।