South east bank ad

নাটোরে ৬ ইমো হ্যাকার আটক

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ১২:১৫ পূর্বাহ্ন   |   সারাদেশ

নাটোরে ৬ ইমো হ্যাকার আটক
মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোরের লালপুর থেকে ৬ ইমো হ্যাকারকে আটক করেছে র‌্যাব। গত রবিবার  (১৯ সেপ্টেম্বর)রাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দুপুরে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালায় র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এসময় ১৬ টিকে মোবাইল ফোন সহ ৬ ইমো হ্যাকারকে আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার নাগশোষা গ্ৰামের মৃত ওসমান গনির ছেলে সিরাজুল ইসলাম পাকা (৩০), মহারাজপুর গ্রামের লায়েব উদ্দিনের ছেলে ফজলুর রহমান রুনু (৩৬), রামকৃষ্ণপুর গ্রামের মৃত নজিম উদ্দিন মালিথার ছেলে নাজমুল (২০), গণ্ডবিল গ্রামের সাজদার রহমানের ছেলে মেহেদী হাসান রাজা (১৯), রামকৃষ্ণপুর গ্রামের শওকত আলীর ছেলে আবুল কালাম আজাদ (২১) ও আসাদুল ইসলাম এর ছেলে আশিক আহমেদ (১৯)।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান,
গ্রেফতারকৃত ৬ জন আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের কাছ থেকে বিভিন্ন সময় অর্থ আদায় করে থাকে। 
এ ব্যাপারে লালপুর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।
BBS cable ad