বখাটেদের বিরুদ্ধে বিচার চাইতে গিয়ে বাবার মৃত্যু

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শাজাহানপুরে মেয়ের উত্যক্তকারী বখাটেদের বিরুদ্ধে বিচার চাইতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে ইয়াছিন আলী (৫৫) নামে এক অসহায় বাবার মৃত্যু হয়েছে।
নিহত ইয়াছিন আলী শাজাহানপুর উপজেলার অন্তর্গত বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের মাদলা পুর্বপাড়ার মৃত কাসেম আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
এবিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় নিহতের ছেলে আবুল কালাম আজাদ বাদি হয়ে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
নিহত ইয়াছিন আলীর ছেলে আবুল কালাম জানান, মাদলা পুর্বপাড়ায় তার বসতবাড়ির পাশে একটি পুকুর পত্তন নিয়ে তিনি মাছ চাষ করেন। কিন্তু ওই পুকুরে যাওয়ার রাস্তায় মাদলা দক্ষিণপূর্বপাড়ার হবিবর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (২৮) ও তার মামা বুলু প্রামানিক ওরফে নারু (৬০) বাঁশের বেড়া দেয়। এনিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরই জের ধরে জাহিদুল ও তার সহযোগীরা সোমবার বিকেলে তার (কালামের) বড়বোনকে রাস্তায় উত্যক্ত করে। প্রতিবাদ করলে জাহিদুল ও তার সহযোগীরা তাকে মেরে ফেলাসহ বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দেয়। এনিয়ে তার বাবা ইয়াছিন আলী আতংকগ্রস্ত ছিলেন। মঙ্গলবার সকালেও উত্যক্তকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে তার বাবাকে ভয়-ভীতি দেখায় এবং ধাক্কাধাক্কি করে। এমতাবস্থায় বাবা ইয়াছিন আলী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে বিচার দেয়ার জন্য বাই সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে মাদলা তিনমাথা এলাকায় চাতালের সামনে রাস্তার উপর মাথা ঘুরে পড়ে যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন আলীকে মৃত ঘোষণা করেন। তার বাবা ইয়াছিন আলী হৃদরোগী ছিলেন। উত্যক্তকারীদের ভয়ভীতির কারণেই তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান তিনি। এঘটনায় শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আবুল কালাম আজাদের বড়বোন জানান, তিনি উপজেলার বনানী বাইপাস এলাকায় একটি ঔষধ কোম্পানিতে কর্মচারির চাকরি করেন। সোমবার বিকেলে কাজ শেষে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে মাদলা বাজারের উত্তর পাশে রাস্তার উপর জাহিদুল ইসলাম ও তার সহযোগীরা মটরসাইকেল নিয়ে এসে তাকে উত্যক্ত করে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এবিষয়ে জাহিদুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য তার স্ত্রীর কাছে ফোন নাম্বার চাইলে তিনি নাম্বার দিতে রাজি হননি।
২১নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু জানান, পুকুর নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টাও করা হয়েছে। উত্যক্তের বিষয়ে তাকে কিছু জানানো হয়নি। তবে লোকমুখে শুনেছেন।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) নান্নু খান জানান, অভিযোগ হয়েছে। মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য শজিমেক হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।