অ্যাড. মোতালেব মিয়াকে রেড ক্রিসেন্টের সংবর্ধনা

এম.এস রিয়াদ, (বরগুনা) :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তরের ম্যানেজিং বোর্ড নির্বাচন (২০২১-২৩) এর প্রধান নির্বাচন কমিশনার মনোনিত হওয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট অ্যাডভোকেট মোঃ আব্দুল মোতালেব মিয়াকে এক বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা যুব ইউনিটের আয়োজনে ও কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুব কমিটির সমন্বয়ক মোঃ গোলাম কিবরিয়া পিন্টুর সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সন্ধ্যা ৭ টার দিকে রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন অনুষ্ঠানটির সংবর্ধিত অ্যাডভোকেট আবদুল মোতালেব মিয়ার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের পূর্ণতা দান করেন।
যুব রেড ক্রিসেন্ট, বরগুনা ইউনিটের যুব প্রধান মোঃ মেহেদী হাসান মুসার সভাপতিত্বে ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম মোস্তফা কিসলু, মোঃ গোলাম কিবরিয়া পিন্টু, মাহফুজা বেগম, এবিএম গোলাম হায়দার নিলু, ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মাহবুবুর রহমান মিলন সহ জেলা ও ছয় উপজেলা থেকে আগত যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন- অ্যাড. মোঃ আব্দুল মোতালেব মিয়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তরের ম্যানেজিং বোর্ড নির্বাচন (২০২১-২৩) এর প্রধান নির্বাচন কমিশনার মনোনিত হওয়ায় বরিশাল বিভাগ তথা পুরো বাংলাদেশ রেডক্রিসেন্ট এর একটি মাইলফলক হয়ে থাকবে।