মাধবপুরে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জে মাধবপুর উপজলার বাঘাসুরা ইউনিয়নর পুরাইকলা গ্রাম থেকে রাকিবুল হাসান সজিব (১৩) নাম এক মাদ্রাসা ছাত্রর মরদহ উদ্ধার করছ পুলিশ। রাকিবুল হাসান সজিব পুরাইকলা গ্রামের মাঃ জামসিদ মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার ২০ সেপ্টেম্বর সকালে রাকিবুলকে তার মা সকাল সাড় ৯ টায় মাদ্রাসায় যেতে তাগিদ দেয় এতে সে মন খারাপ করে সকালের খাবার না খেয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। পরবর্তীতে সকাল ১০ টায় তার মা তাকে না পেয়ে আশে পাশের সকল স্থান খুঁজাখুজি করে রাকিবুলকে ঘরের আড়ের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানা অবস্থায় পায়। খবর পেয়ে সোমবার দুপুর পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ছে ।
এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন কি কারন রাকিবুল মারা গেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের ফলাফল পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।