South east bank ad

বগুড়ায় করোনা শনাক্তের হার ১ শতাংশে নামল

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:০৯ অপরাহ্ন   |   সারাদেশ

বগুড়ায় করোনা শনাক্তের হার ১ শতাংশে নামল
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ নেমে এসেছে। গত ২৪ ঘন্টায় ২৭৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলে  ৫ জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। যা গতকালের তুলনায় ৮ শতাংশ কমেছে। এছাড়া করোনায় কোন মৃত্যু না থাকলেও উপসর্গে একজন মারা গেছেন। 

সোমবার সকালে বগুড়া সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

সিভিল সার্জন অফিস জানায়, জেলায় ২৭৭টি নমুনার মধ্যে শজিমেকে ৪জন এবং এন্টিজেন পরীক্ষায় একজন করোনায় শনাক্ত হয়েছেন। নতুন ৫জনের মধ্যে সদরের ২জন, শেরপুরের ২জন এবং বাকি একজন শাজাহানপুরের বাসিন্দা। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৩৯২ জনে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না যাওয়ায়  মোট মৃত্যু ৬৮২ জনে অপরিবর্তিত রয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৫২ জন।

বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৩ জন। এদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৪৫, মোহাম্মদ আলী হাসপাতালে ৪৭, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।
BBS cable ad