আনোয়ারায় চোরাই গরুসহ আটক-২

এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারায় স্থানীয়দের সহায়তায় একটি চোরাই গরুসহ দুই গরু চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ বেলাল হোসাইন বিন ইউসুফের ছেলে মোঃ মামুন (২২), একই ইউনিয়নের হিলচিয়া ফরিদ মিয়ার নতুন বাড়ির মোঃ ফরিদ হোসেনের ছেলে মোঃ শওকত হোসেন (২৪)।
এই সংক্রান্তে স্থানীয় বাসিন্দা মো: ফরহাদ বাদী হয়ে পলাতক আসামি পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামের মৃত হারুনের ছেলে মো দিদার(৩২) ও গ্রেফতারকৃত আসামীরা সহ অজ্ঞাত নামা আরো ৬/৭ জন চোরের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করেছেন।
আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর জানান, এসআই জাহাঙ্গীর আল আমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা কালে পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রাম থেকে স্থানীয় লোকজনের সহায়তায় একটি চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত সিএনজি সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে ।
আজ গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।