মুন্সীগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনায় আট সদস্য গ্রেফতার

কায়সার সামির, (মুন্সীগঞ্জ) :
মুন্সীগঞ্জ সদরের চিতলিয়া বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত আট ডাকাত সদস্য কে স্বর্ণালঙ্কার ও অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়ে প্রেস কনফারেন্স এসব কথা জানান পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম।
এ সময় প্রেস কনফারেন্সে পুলিশ সুপার জানান, ডাকাতির পরই অভিযানে নামে জেলা পুলিশ। জেলা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে রোববার (১৯ সেপ্টেম্বর) দিনভর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে মুন্সীগঞ্জ, মাধারীপুর, শরিয়তপুর ও ঢাকা থেকে ডাকাতদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৯ ভরি স্বর্ণ, ১৫ হাজার নগদ টাকা, একটি ম্যাগজিনসহ পিস্তলের গুলি, ৪ রাউন্ড শর্টগানের গুলি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। এছাড়া নারায়ণগঞ্জের বন্দর থেকে জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত স্পিডবোট। ডাকাতির পরই ডাকাতদল মালামাল বিক্রি করে ফেলে এক দোকানদারের কাছে।
পুলিশ সুপার আরও জানান, ডাকাতচক্রটি মুন্সীগঞ্জ, চাঁদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জসহ নদী সংলগ্ন বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল। চক্রের বাকি সদস্যদের গ্রেফতার ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।
আটকৃতরা ডাকাতরা হলেন, দলনেতা সাব্বির ওরফে হাত কাটা স্বপন (৪৯), আরিফ হাওলাদার (২৫), মোহাম্মদ আলী (৪০), মোঃ বিল্লাল মোল্লা (৩০), মোঃ আনোয়ার হোসেন(৩২), ফারুক খা(২১), মোঃ আফজাল হোসেন (৪৭), ও স্বর্ণ ক্রয়কারী দোকানদার মোঃ আক্তার হোসেন (৩২)। আটককৃতদের বাড়ি শরীয়তপুর, চাঁদপুর ও মাধারীপুর।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর রাত ২ টায় চিতলিয়া বাজারে অজ্ঞাতনামা ১৮-২০ জন ডাকাতদল 'নিখিল বণিক স্বর্ণ শিল্পালয়' ও 'মনুনাগ স্বর্ণ শিল্পালয়' দোকানের তালা কেটে ১০০ ভড়ি ১৫ আনা স্বর্ণ, যার মুল্য ৫০ লাখ ছয় হাজার ৫০০ টাকা, ৪টি মোবাইল সেট এবং নগদ ৩৫ লাখ টাকা ডাকাতি করে।