জমি নিয়ে বিরোধে নিহত-১

সুশান্ত কুমার সরকার, (পাবনা) :
পাবনা সদর উপজেলার চরশিবরামপুর মহল্লায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশির ফালার আঘাতে মোতাহার হোসেন সরদার(৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত মোতাহার হোসেন সদর উপজেলার চর শিবরামপুর মহল্লার মৃত বিরাজ সরদারের ছেলে। রোববার রাত ৮টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবেশি মোস্তফার সাথে মোতাহার হোসেনের জমিজমা মাপা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার সকালে মোতাহারের সাথে মোস্তফার কথা কাটাকাটি হয়। রাতে মোতাহার সরদার বাড়ির পাশের সাজ আলীর মোড়ে চা খেয়ে বাড়ি ফিরছিল। এমন সময় মোস্তফা ধারালো ফালা দিয়ে তার বুকে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করছেন। পরে বিস্তারিত জানানো যাবে।