South east bank ad

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা পালিত

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৫ অপরাহ্ন   |   সারাদেশ

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা পালিত
সোহেল কান্তি নাথ, (বান্দরবান) :

বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা পালিত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে দিনটি উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রার্থনার জন্য জড়ো হতে থাকে। 

এসময় শত শত নর-নারীরা বৌদ্ধ বিহারে গিয়ে পুণ্য লাভের আশায় ভিক্ষুদের মধুর পূজা পাশাপাশি বিভিন্ন ফলমূল, মধুমিশ্রিত পায়েস ও ছোয়াইং (খাবার) দান করেন। বিশ্বের মহামারী করোনার ছোবল থেকে মুক্তি পেতে এবং দেশের শান্তির জন্য মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। 

এসময় সবার উদ্দেশ্যে বান্দরবান রাজগুরু কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ উ. কেতু মহাথের ধর্ম দেশনা দেন। এছাড়া সন্ধ্যায় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্য সংঘদান, অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ্জলনসহ নানা কর্মসূচি পালন করে থাকে।

উল্লেখ্য, বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো এই মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে ভাদ্র পূর্ণিমা বলা হয়।  
BBS cable ad