একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদরের ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়’ এর চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। সোমবার ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট ভার্চুয়ালী যুক্ত হয়ে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
অধ্যক্ষ মোহাম্মদ সাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির প্রাক্তন সভাপতি, আজীবন দাতা সদস্য আলহাজ্ব মোঃ ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসাইন। অন্যান্যদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের জমিদাতাবৃন্দ।
ভিত্তি প্রস্থর স্থাপন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।