আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় প্রধানমন্ত্রীর 'ক' শ্রেণীর ভূমিহীনের জন্য প্রস্ততকৃত ফদ্রখলা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সাথে ছিলেন তার সহধর্মিণী মাফরুহা আহমেদ।
১৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে তিনি পরিদর্শনে গিয়ে আশ্রয়ণ প্রকল্পের অধিকতর উন্নয়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ও স্মারক বৃক্ষ রোপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, সহকারী কমিশনার ভূমি ক্রিষ্টোফার হিমেল রিছিল, বাহুবল মডেল থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, পিআইও আশীষ কর্মকার সহ অনেকেই উপস্থিত ছিলেন।