রাজশাহীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ওসি

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীর তানোর উপজেলায় ১৬ বছরের এক ছাত্রীকে বাল্য বিয়ে থেকে রক্ষা করলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কামারগাঁ ইউপির মারিয়া গ্রামে গিয়ে দেখেন বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতি চলছে। সেখানে গিয়ে ওসি এই বাল্য বিয়ে বন্ধ করে দেন।
এসময় উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামাণিক, স্থানীয় পারিশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা প্রমুখ। ঘটনাস্থলে গ্রামবাসীর উপস্থিতিতে ওই ছাত্রীর মা ১৮ বছরের আগে তার মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করে দেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, তানোর উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত উপজেলা ঘোষণার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।