ময়মনসিংহে ডিবির হাতে গাজা ব্যবসায়ী গ্রেফতার

মো. নজরুল ইসলাম, (ময়মনসিংহ ব্যুরো) :
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শনিবার জেলা সদরের ভাবখালী কাচারী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে এককেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহকে মাদকমুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এ অভিযানের অংশ হিসাবে শনিবার ডিবির এসআই সোহরাব আলী ভাবখালি কাচারী বাজার থেকে এককেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী কাইয়ুম মিয়াকে গ্রেফতার করে। সে নান্দাইলের চরশ্রীরামপুরের নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।