South east bank ad

ইছামতি নদীর অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে বা’পার মানববন্ধন

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:১৫ অপরাহ্ন   |   সারাদেশ

ইছামতি নদীর অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে বা’পার মানববন্ধন
সুশান্ত কুমার সরকার, (পাবনা) :

পাবনার ইছামতি নদী নিয়ে আবার শুরু হলো আন্দোলন। পাবনার একসময়ের ঐতিহ্যবাহী ইছামতি নদীর অবৈধ দখলদার উচ্ছেদ ও খনন করে নদীটিকে বহমান করার দাবিতে রবিবার বেলা ১১টার সময় পাবনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের পাবনা জেলা শাখার সভাপতি পাবনার এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি-জিএস এ্যাড. তোসলিম হাসান সুমন। স্বাগত বক্তব্য দেন বা’পা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হামিদ খান। পাবনা সিটি কলেজের অধ্যাপক, বাপা পাবনা জেলা শাখার নেত্রী শামসুন্নাহার বর্ণার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক, ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যাক্ষ নজরুল ইসলাম বাবু, পাবনা সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ প্রমুখ। 

এ সময় বক্তরা বলেন, ইছামতি নিয়ে দুই দশক ধরে আন্দোলন চলছে। দীর্ঘ দিনের এই আন্দোলনের ফলে গত ৩০ মার্চ অবৈধ দখলদার উচ্ছেদ শুরু হয়। কিন্তু কোন অশুভ ইঙ্গিতে মাত্র তিন দিনের মাথায় ১ এপ্রিল সেটি বন্ধ হয়ে যায়। যে ইছামতি নদী একসময় পাবনার পরিবেশের ভারসাম্য রক্ষা করতো আজ সেই ইছামতি নদী পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে। প্রতি মুহূর্তে ইছামতির ময়লা-আবর্জনার দুর্গন্ধ বাতাসে বিষ ছড়াচ্ছে। 

তারা বলেন, ইছামতি নদীতে আমাদের শৈশব কেটেছে সাঁতার কেটে, ব্রীজের উপর থেকে লাফ দিয়ে ¯্রােতের সাথে দূরে গিয়ে আবার ভেসে ওঠা- এসবই এখন দূর অতীত স্মৃতি। কোথায় পাব এই অনাবিল আনন্দ। বক্তরা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, দ্রুততার সাথে অবৈধ দখলদার উচ্ছেদ করে আবার ইছামতি নদীর প্রাণ ফিরিয়ে আনতে হবে।
BBS cable ad