পাবনায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে গুলি ও ককটেল নিক্ষেপ

সুশান্ত কুমার সরকার, (পাবনা) :
পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। শনিবার গভীররাতে আমিনপুর থানার রঘুনাথপুরে গ্রামে চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদের রবিবার সকালে চেয়ারম্যানের সমর্থকরা কাশিনাথপুর মোড়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিয়ে মানববন্ধন করা হয়।
ইউপি চেয়ারম্যান রফিকুল্লাহ গণমাধ্যমকর্মীদের জানান, ভোররাত চারটার দিকে একদল দূর্বৃত্ত তার বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ এবং শর্টগানের গুলি ছোঁড়ে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে চেয়ারম্যান রফিকুল্লাহর সমর্থকরা কাশিনাথপুর মোড়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে বেলা সাড়ে ১১ টার দিকে বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবু, সহকারি পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, আমিনপুর থানার ওসি রওশন আলম ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
এর পর নগড়বাড়ি ঘাট এলাকায় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান সমর্থকেরা মানবন্ধন করে। এ সময় তারা অবিলম্বে মুক্তিযোদ্ধা রফিকুল্লাহর বাড়িতে গুলিবর্ষণ ও ককটেল হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান।
এব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ৩টি শর্টগানের গুলি ও ৯টি ককটেল এর আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবি করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর সাথে ইউপি চেয়ারম্যান রফিকুল্লাহর নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। প্রাণনাশের হুমকির অভিযোগে চেয়ারম্যান রফিকুল্লাহ গত শুক্রবার আমিনপুর থানায় সাধারণ ডায়েরী করেন। জিডি করাতেই পরিকল্পিতভাবে সাবেক সাংসদের সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি ইউপি চেয়ারম্যানের।
তবে এসব অভিযোগ অস্বীকার করে সাবেক এমপি আজিজুল হক আরজু জানান, এটা একটা ষড়যন্ত্র। তাকে সামাজিক ভাবে হেয় এবং আসন্ন পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করেই একটি মহল মিথ্যা নাটক সাজিয়েছেন।