চোরাই ট্রান্সফরমার সহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ট্রান্সফরমার চুরির মামলায় চোরাই ট্রান্সফরমারের ভিতরের ৪০ কেজি তামার তার অনুমান ৬টি ট্রান্সফরমারের কয়েল এবং ১৫ কেজি এলুমিনিয়ামের বৈদ্যুতিক তার সহ মোঃ রাসেল মিয়া (২৭) নামে আটক করে চুনারুঘাট থানা পুলিশ।
আটক রাসেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার মোঃ তৈয়ব আলীর ছেলে।
চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ জানান,রাসেল দীর্ঘদিন ধরে ভাঙ্গারী ব্যবসার আড়ালে চোরাই মালামাল ক্রয়বিক্রিয় করে আসছিল এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাতে এসআই ভূমেন্দ্র চন্দ্র বর্মনের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ শিমুলতলা এলাকায় ট্রেডার্স নামক ভাঙ্গারীর দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার বিকেলে তাকে মামলা দিয়ে আদালতের পাঠানো হয়েছে।