সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের বাড়ি রাজবাড়ী

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় রাজবাড়ীর সন্তান, বাংলাদেশ পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম মোঃ আসাদুর রহমান।
শনিবার (১৯শে সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলায় ফারুক খান ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুর রহমানের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর ঢুলিপাড়া গ্রামে। তিনি মৃত মতিউর রহমানের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসাদুর রহমান গোপালগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। মোটরসাইকেল যোগে গোপালগঞ্জ যাওয়ার পথে মুকসুদপুর ফারুক খান ডিগ্রী কলেজ মোড়ে তিনি পৌঁছালে একটি গাড়ি তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আসাদুর রহমানের প্রতিবেশী ও রাজবাড়ি জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান জানান, আসাদুর রহমান তিন বছর হলো পুলিশে চাকরি পেয়ে গোপালগঞ্জে কর্মরত ছিলেন। শনিবার রাত সাড়ে নয়টায় জানতে পারলাম সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তার ভাই আতাউর রহমানও পুলিশে চাকরি করে। ওরা দুই ভাই ছোট থাকা অবস্থায় তাদের বাবা মারা যায়।