জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মোঃ রোমান আকন্দ, (শরীয়তপুর) :
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাজিরা মাঝির ঘাট এলাকা থেকে অজ্ঞাত ওই যুককের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনা নিশ্চিত করেন জাজিরা থানার ওসি মো. মাহবুবুর রহমান।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের জাজিরার মঙ্গল মাঝি কান্দি-সাত্তার মাঝির ঘাট এলাকায় পদ্মা নদীতে একটি লাশ স্থানীয়রা ভাসতে দেখে ৯৯৯ ফোন করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে জাজিরা থানা পুলিশ ও মাঝিরঘাটের নৌপুলিশ। লাশের পরনে কোনো কাপড় ছিল না। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মাঝিরঘাট পুলিশ ফাঁড়ির এসআই মঈনুল ইসলাম বলেন, পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাউকে পাওয়া গেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। না পাওয়া গেলে পৌরসভার মেয়রের মাধ্যমে ময়নাতদন্ত শেষে লাশটি অজ্ঞাত পরিচয়ে পৌর কবরস্থানে দাফন করা হবে।