ভাইদের হামলায় ভাই ও তার স্ত্রী আহত

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বাড়ীর সীমানা নির্ধারণ নিয়ে বড় ভাইদের হামলায় ছোটভাই ও তার স্ত্রী সহ দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার মৃত আম্ভর আলীর ছেলে আয়াত আলী(৪৫) ও তার স্ত্রী আম্বিয়া খাতুন(৩৫)। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় আসামপাড়া বাল্লা পাক্কা বাড়ি এলাকায়।
আহত সুত্রে জানা যায়, ভাইদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে পুর্ব বিরোধ চলে আসছিল। ঘটনার সময় আয়াত আলীর আপন মেজু ভাই সবুজ মিয়া সীমানা নির্ধারণ নিয়ে আয়াত আলীর সাথে কথা-কাটাকাটি হয় একপর্যায়ে সবুজ ও সিরাজ আলী তার ছোট ভাই আয়াত আলীকে অতর্কিত হামলা চালায়।
এসময় তার শোর চিৎকারে তার স্ত্রী আম্বিয়া খাতুন স্বামী আয়াত আলীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারপিট করে গুরুতর জখম করে তারা।আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে রাত সাড়ে ৮ টায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
আহতর স্ত্রী আম্বিয়া খাতুন জানান, তাদের বিরুদ্ধে এলাকায় হত্যা সহ একাধিক মারামারির অভিযোগ রয়েছে। তারা এলাকার প্রভাবশালী। তাদের ভয়ে কেহ কথা বলার সাহস পায়না। তিনি এ হামলার বিচার চান। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।