শরীয়তপুরের জাল টাকাসহ আটক-১

রোমান আহমেদ আকন্দ, (শরীয়তপুর) :
শরীয়তপুর জেলার আদালত পাড়ায় জাল টাকাসহ মুন্না সরদার (৩২) নামে এক প্রতারককে আটক করেছে স্থানীয়রা।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আদালত পাড়ার দোকানদার আয়নাল হক মাদবরের কাছ থেকে শ্যাম্পু সিগারেটসহ বিভিন্ন দামি জিনিসপত্র ক্রয় করে মুন্না। এরপর সে দোকানদারকে এক হাজার টাকার নোট দেয়, টাকা হাতে নিয়ে দোকানদারের সন্দেহ হলে অন্যে আরেকজনকে নোটটি দেখানোর পরে সেও জাল টাকা হিসেবে শনাক্ত করলে স্থানীয়রা প্রতারক মুন্নাকে আটক করে।
তাৎক্ষনিক স্থানীয়রা তাকে তল্লাশি করে তার কাছ থেকে মোট ৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। এরপর পালং মডেল থানায় ফোন করে পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে পুলিশ এসে মুন্নাকে আটক করে নিয়ে যায়। প্রতারক মুন্না সরদার জেলার ডামুড্যা উপজেলার কনেকশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রিয় কাঠি গ্রামের ছাত্তার মাদবরের ছেলে।
ভুক্তভোগী ব্যবসায়ী আয়নাল হক মাদবর জানান, এর আগেও আমার কাছ থেকে জিনিসপত্র কিনে জাল টাকা দিয়ে গেছে, আমার অনেক লোকসান হয়েছে। তাই আজ ওকে দেখেই সন্দেহ হওয়ায় আমি আমার ছেলেকে ডেকে এনে টাকা দেখাই। পরে জাল টাকা প্রমাণিত হওয়ায় স্থানীয় লোকেরা তল্লাশি করে তার কাছে আরও ৮ হাজার টাকার জাল টাকা পায়। পরে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিয়েছি।
এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এসএম আতিক উল্লাহ বলেন, আদালত পাড়ায় স্থানীয়রা মুন্নাকে জাল টাকাসহ আটক করে। খবর পেয়ে আমাদের ফোর্স গিয়ে মুন্না সরদার নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জাল মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।