South east bank ad

আনোয়ারায় ইয়াবাসহ গ্রেপ্তার-৪

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:০১ অপরাহ্ন   |   সারাদেশ

আনোয়ারায় ইয়াবাসহ গ্রেপ্তার-৪
এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা জেলার কুয়েট থানার আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে মোঃ মাসুদ রানা (২৮), মৃত বাবুল মোল্লার ছেলে সাজু মোল্লা (২৪), মোঃ বাবুল হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান (২৩), মোঃ রিয়াজ হাওলাদার (২৩)।

থানা সূত্রে জানা যায়,গ্রেপ্তারকৃতরা নগরীর বন্দর থানা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার তদন্ত কর্মকর্তা সৈয়দ ওমর বলেন, খুলনা জেলার কুয়েট থানার ৪ যুবককে মাদকসহ বরুমচড়া রাস্তার মাথা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের মাদক মামলায় আদলতে প্রেরণ  করা হয়।
BBS cable ad