South east bank ad

বরগুনায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি পরিচিতি নোটিশ বোর্ড

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:২২ অপরাহ্ন   |   সারাদেশ

বরগুনায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি পরিচিতি নোটিশ বোর্ড
এম.এস রিয়াদ, (বরগুনা):

বরগুনা শহরের রাস্তার পাশে বেড়ে ওঠা দীর্ঘ বছরের রেইনট্রি গাছ ও বৈদ্যুতিক খুঁটি এক এক জন গাছ প্রেমিকের পরিচয় বহনকারী নোটিশবোর্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে।

পৌর শহরের মধ্যে দীর্ঘ পথ জুড়ে হেঁটে গেলে এমন চিত্রই চোখের সামনে দেখা যাবে। একই চিত্র বরগুনা জেলার অন্যান্য উপজেলা ও পৌর শহরেও। সৌন্দর্য বিকশিত হওয়ার পরিবর্তে বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিনের ঝুলে থাকা ফেস্টুন একটি ঝোপে পরিণত হয়েছে। 

রাজনৈতিক কিংবা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পরিচয় দানে এসকল ফেস্টুন ব্যবহার করছে গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে। এমনকি শহরের মধ্যে থাকা ব্যস্ততম সড়কের আইলেনের মাঝে লাগানো সৌন্দর্যমন্ডিত গাছের সাথে টাঙ্গিয়ে রাখা হয়েছে বড় বড় ফেস্টুন। যা রাস্তা জুড়ে ঝুলে রয়েছে। মহাসড়কের পাশে বড় বড় বিলবোর্ডে বিজ্ঞাপনে আলোকসজ্জা করেছে। যা সড়কপথে সড়ক দুর্ঘটনার সর্বোত্তম কারণও বটে।

বড় বড় দোকানপাটের বিজ্ঞাপনতো দূর; নামানো হয় না সাময়িক সময়ের জন্য টানিয়ে রাখা রাজনৈতিক ফেস্টুন ও ব্যানার। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও অপসারণের কোন চিত্র দেখা যায় না।

এ ব্যাপারে পৌর শহরের সৌন্দর্য ফেরাতে পৌর কর্তৃপক্ষের তেমন কোন সরগরমও চোখে পড়েনা। তবে পরিবেশবিদরা বলছেন এমন অবস্থা পৌরসভার মধ্যে চলতে থাকলে একসময় অজ পাড়াগাঁয়ে পরিণত হতে পারে শহর কিংবা নগর। সঠিক পরিচয় ভুলে যাবে একসময়ের পৌর শহর। 

তাই বরগুনা পৌরসভা ও জেলার আরো তিনটি পৌরসভার পাশাপাশি ৬ টি উপজেলাতেই সৌন্দর্য ফেরাতে কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রাখবেন বলে আশাবাদী সাধারণ জনগণ।

এ ব্যাপারে বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন- আমরা পৌরশহরে ঘোষণার মাধ্যমে অচিরেই সৌন্দর্যবর্ধনে ফেস্টুন ব্যানার অপসারণের ব্যবস্থা গ্রহণ করব।

এছাড়াও বরগুনা পৌরশহরকে সাজাতে নানা ধরনের পরিকল্পনা আমি আগেই গ্রহণ করেছি। যা ওয়ার্ড কাউন্সিলরদের সাথে বৈঠকের মাধ্যমে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করব।
BBS cable ad