South east bank ad

গোপালগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৫ পূর্বাহ্ন   |   সারাদেশ

গোপালগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
মেহের মামুন, (গোপালগঞ্জ ): 

গোপালগঞ্জে বজ্রপাতে হায়াত আলী শেখ (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন।   শনিবার ( ১৮ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া বিলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাড়িঁর পরিদর্শক এইচ এম জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  নিহত কৃষক হায়াত আলী গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া মধ্যপাড়া গ্রামের ইঙ্গুল শেখের ছেলে।

পরিদর্শক এইচ এম জসিম উদ্দিন ও নিজড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) রইচ উকিল জানিয়েছেন, বর্ষা মৌসুমে জমিতে কোন কাজ না থাকায় হায়াত আলী শেখ বিল থেকে শাপলা তুলে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মত আজও তিনি নৌকা নিয়ে নিজড়া বিলে শাপলা তুলেতে যান।

এ সময় হঠাৎ করেই মেঘের গর্জনের সাথে তার নৌকার উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে হায়াত আলী নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে ডুবে মারা যান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে। 
BBS cable ad