South east bank ad

জয়পুরহাটে এসিআই মোটরস এর সোনালীকা ডে উদযাপন

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৯ পূর্বাহ্ন   |   সারাদেশ

জয়পুরহাটে এসিআই মোটরস এর সোনালীকা ডে উদযাপন
জেলা প্রতিনিধি জয়পুরহাট: 

জয়পুরহাটে এসিআই মোটরস এর সোনালীকা ট্রাক্টর ডে উদযাপন করেছে দুই শতাধিক চালক, সহকারী, মালিক ও কৃষক।

এ উপলক্ষে শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের পাকার মাথায় পরিচালিত মামুন ফিলিং ষ্টেশন চত্তরে আয়োজন করা হয় বিক্রি হওয়া ট্রাক্টরের সার্ভিসিং, গ্রাহকদের স্বাস্থ্য সেবা, খেলাধুলা, ফ্রি র‌্যাফেল ড্র, সেলফি জোনের মাধ্যমে মালিক কর্মচারী ভেদাভেদ ভুলে সেলফি উঠানো, নানা বিনোদন সহ উন্নত মানের খাবার পরিবেশনা।

অনুষ্ঠানে স্থানীয় ডিলার বেঙ্গল মেশিনারীজ এর স্বত্তাধিকারী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালকিা ট্রাক্টরের সেলস ম্যানেজার শামীম হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিজোনাল সেলস ম্যানেজার দেহনবী রেজা, টেরিটোরী ইনচার্য জাকারিয়া ইসলাম, রিকোভারী ইনচার্য আবু সায়েম, সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার খোকন মিয়া, রিকোভারী অফিসার আব্দুর রহিম ও স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দীন হিরো।

বক্তারা অংশগ্রহনকারীদের মাঝে এসিআই মোটরস এর সোনালীকা ট্রাক্টর সহ বিভিন্ন পণ্যের গুণগত মান, বর্তমান বাজার মূল্য, সার্ভিসসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
BBS cable ad