ঝালকাঠি জেলা জাতীয় পার্টির মতবিনিময়

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :
বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির সাথে ঝালকাঠি জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাতীয় পার্টির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল (এমপি)। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহাসিনউল ইসলাম, কেন্দ্রীয় সদস্য বযলুর রহমান, আব্দুল জলিল গাজী।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাড. আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ¦ মাহবুবুর রহমান। জাতীয় পার্টির নেতৃত্ব বিকাশ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মতামত মূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের নেত্রীবৃন্দ এবং জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা।