South east bank ad

ভাঙ্গুড়ায় যুবককে গলা কেটে হত্যা চেষ্টা

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৭ অপরাহ্ন   |   সারাদেশ

ভাঙ্গুড়ায় যুবককে গলা কেটে হত্যা চেষ্টা
সুশান্ত কুমার সরকার, (পাবনা) :

পাবনার ভাঙ্গুড়ায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে শাকিল হোসেন (১৮) নামক এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। 

শুক্রবার গভীর রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ভাঙ্গাজোলা গ্রামে এঘটনা ঘটে। সে ওই গ্রামের আলমগীর হোসেন এর ছেলে। এঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ একজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে একটি মোবাইল ফোন হারানো নিয়ে শাকিল, ইমন, সম্রাট এর মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি এলাকার প্রধানবর্গ সমাধান করে দেয়। এর পরও শাকিলের উপর স¤্রাটের ক্ষোভ থেকে যায়। এরই জের ধরে শুক্রবার রাতে ইমন, সম্রাট ও নাইম কৌশলে শাকিল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা শাকিলকে বেধড়ক মারপিট করতে থাকে। মারপিটের একপর্যায়ে শাকিল হোসেনকে বটি দিয়ে গলা কেটে হত্যা চেষ্টা করে। এমন সময় শাকিলের চিৎকারে তার পরিবারের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কালেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে এসআই সোহেল রানা প্রাং বলেন, শাকিল হোসেন এর পিতা বাদী হয়ে তিনজনকে আসামী করে অভিযোগ করেছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ইমন ও সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাদেরকে আদালতের মধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।
BBS cable ad