দুর্গাপুরে মানববন্ধন

এস.এম রফিক, (দুর্গাপুর) :
এলপি গ্যাস, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও দুর্গাপুর-কলমাকান্দা রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে ১৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাব মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) ও ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার যৌথ আয়োজনে ঘন্টাব্যপি এই কর্মসূচী পালিত হয়। উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় কর্মসূচীতে সিপিবি উপজেলা কমিটির সভাপতি মোঃ আলকাছ উদ্দিন মীর, সিপিবি নেতা শামছুল আলম খান,নারী নেত্রী হেণা বেগম,যুব ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল সরকার, ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন,উপজেলা ক্ষেতমজুর সমিতির নেতা মোঃ রহম আলীসহ অনেকেই বক্তব্য দেন।
বক্তারা বলেন এলপি গ্যাস, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য কমানো সহ দুর্গাপুর-কলমাকান্দা রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করে যানবাহনসহ গনমানুষের চলাচলের সুযোগ করেদিতে হবে।