মাধবপুরে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হবিগঞ্জ জেলার মাধবপুরে র্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার মাধবপুর উপজেলার সাতপাড়া গ্রামের মোঃ আলাই মিয়ার ছেলে মোঃ সালমান (২৫), মোঃ ফোরকান মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (১৮) ও বানেশ্বপুর গ্রামের মোঃ মজিদ মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (২৮)। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ মিডিয়া অফিসার মো মাহফুজুর রহমান।
এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত প্রায় সাড়ে ১০টায় তাঁর নেতৃত্বে র্যাব সদস্যরা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের মনতলা-সাহেববাড়ী রাস্তার মোড়ে চাঁন মিয়া মাজারের প্রবেশ মুখে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই ৩জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। পরে মামলা দিয়ে গ্রেফতারকৃতদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।