গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি মুকসুদপুর থানার আবু বকর মিয়া

মেহের মামুন, (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার হয়েছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর মিয়া। বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও প্রশাসনিক সভায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে সনদ পত্র প্রদান এবং পুরষ্কৃত করা হয়।
সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (সদর), সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), সকল থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, ডিএসবি, ডিবি, ট্রাফিকসহ সকল ইউনিটের ইনচার্জগণ।
সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিবিধ দিক-নির্দেশনা প্রদান করেন এবং প্রশাসনিক কার্যাবলী নিয়ে আলোচনা করেন। সভা পরবর্তী পুলিশ সুপার মহোদয় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন। মাসিক অপরাধ সভায় মোঃ আবু বকর মিয়া অফিসার ইনচার্জ মুকসুদপুর থানা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বিবেচিত হওয়ায় গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার তার হাতে সনদ পত্র ও অর্থ পুরস্কার তুলেদেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর মিয়া বলেন, তার এই পুরস্কার প্রাপ্তির জন্য তিনি থানার সকল অফিসার ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানান।