শিরোনাম

South east bank ad

মাদারীপুরের সাংবাদিকদের নির্মল বিনোদন দিয়েছে ফুটবল টুর্নামেন্টটি

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:০১ অপরাহ্ন   |   সারাদেশ

মাদারীপুরের সাংবাদিকদের নির্মল বিনোদন দিয়েছে ফুটবল টুর্নামেন্টটি
আরাফাত হাসান, (মাদারীপুর) :

সাংবাদিকদের কর্মব্যস্তময় জীবনের কথা মোটামুটি সবারই জানা। পরিবারের লোকজন, স্বজন ও বন্ধুদের সাথে অবসর সময় কাটানোর সুযোগ ও খুব কমইপান তারা। সব মিলিয়ে পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় পেশাদার সাংবাদিকরা খুব কমই বিনোদনের সুযোগ পান। দায়িত্ব পালনের পাশাপাশি জীবনটাকেও উপভোগ করার প্রয়োজন রয়েছে। তাই মাদারীপুর পাঁচ উপজেলার সকল সাংবাদিকদের নির্মল বিনোদনের ব্যবস্থা করতেই মাদারীপুরের পাঁচ উপজেলার সাংবাদিকদের নিয়ে ‘‘গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২১’’ এর আয়োজন করেন মাদারীপুুর জেলার সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টার।

গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর আচমত আলী খান স্টোডিয়ামের মিনি টার্ফ মাঠে টুনামেন্টটির শুভউদ্বোধন করেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা নিয়ে একের পর এক ম্যাচে মাঠে খেলছিল  সাংবাদিকরা। আজ মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) বিকেলে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে টুর্নামেন্টেটি। টুর্নামেন্টের ফাইনালে ম্যাচে মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারকে হারিয়ে ০-২ গেলে চ্যাম্পিয়ন হয়েছে  মাদারীপুুর ডাসার উপজেলা প্রেসক্লাব।

মাদারীপুর জেলার পাঁচ উপজেলার সাংবাদিকদের এক মিলনমেলায় পরিনিত হয়েছিল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিকে ঘিরে। খেলার মাঠে খেলেছে সাংবাদিকরা। আরা সে খেলা উপোভোগ করতে চারপাশে শত শত  সাংবাদিক, সাধারণ দর্শক এবং অতিথিদের  উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল খেলার মাঠ।

জেলায় প্রথমবারের মত মাদারীপুর জেলার ৫টি উপজেলার সাংবাদিকদের নিয়ে এমন আয়োজনে মুদ্ধ সকলে। জয় পরাজয় মূখ্য বিষয় নয় বরং নিজেদেরকে কিছুটা বিনোদিত করতে বর্তমান তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে এমন আয়োজন, দাবী আয়েজকদের।  আগামীতেও ফুটবল সহ বিভিন্ন  খেলারধুলার আয়োজন করতে চান জেলার সাংবাদিক নেতারা।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান খান, মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুুর জেলা প্রেসক্লাবের সভাপতি শাজাহান খান, মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি সাংবাদিক মাহাবুবর রহমান বাদল, মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারন সম্পাদক এস এম আরাফাত হাসান, ডাসার উপজেলা প্রেসক্লাব,কালকিনি রিপোর্টার্স ইউনিটি,টেলিভিশন ফোরাম, খেলা উপকমিটি ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকসহ মাদারীপুর জেলার ৫টি উপজেলার শতাধিক সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকরা জানান, জয় পরাজয় কোন বড় বিষয় নয়। জেলার সাংবাদিকদের বিনোদন দিতেই আমাদের এ আয়োজন। যুব সমাজকে খেলার আগ্রহ বাড়াতে শুধু লিখনির মাধ্যমেই নয় বরং আমার নিজেরা-ও মাঠে এসে হাজির হয়েছি। তাছাড়া আমাদের কর্মব্যস্ত জীবনে মধ্যে একটু প্রশান্তির জন্য  আমাদের এ আয়োজন। আগামীতেও আমার এ ধরনের আয়োজন করতে চাই।

মৈত্রী মিডিয়া সেন্টারের নেতারা জানান, জেলায় প্রথম বারের মতো সাংবাদিকদের নিয়ে আমারা এমন আয়োজন করেছি। সাংবাদিক ছাড়াও ব্যাপক দর্শক রয়েছেন যারা সবাই খেলাটি উপভোগ করছে। আমরা মৈত্রী মিডিয়ায় পক্ষ থেকে এই খেলায় আয়োজন করেছি। আমরা মনে করি এই খেলায় আয়োজনে সাংবাদিকসুধী মহল সবাই খুব খুশি হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম বলেন, আমাদের শারিরিক ভাবে সুখ থাকতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলার মাঠ কমে যাওয়ায় তরুণদের খেলার প্রতি আগ্রহ করে গেছে। তবে সাংবাদিক দের এমন একটি খেলায় আয়োজনের মধ্যে দিয়ে সমাজে একটি ইতিবাচক প্রভাব পড়বে। আমার চাই আগামীতেও এমন খেলার আয়োজন করা হোক। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো।
BBS cable ad