র্যাবের হাতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হবিগঞ্জের বানিয়াচংয়ে র্যাব - ৯ এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ আহমদ শফি (৩০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। আহমদ শফি বানিয়াচং উপজেলার লম্বাবগি এলাকার মৃত মোঃ ইসমাইল মিয়ার ছেলে।
র্যাব ৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান বিকেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৬ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সিনিয়র এএসপি এ,কে,এম কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ১নং বানিয়াচং ইউনিয়নের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ব্রাক ব্যাংকের এটিএম বুথের সামনে পাকা রাস্তার উপর হইতে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজতে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।