বান্দরবানে পাহাড় ধ্বসে নিখোঁজ ভাই-বোনের লাশ উদ্ধার, মা নিখোঁজ

সোহেল কান্তি নাথ, (বান্দরবান) :
বান্দরবানে পাহাড় ধ্বসে নিখোঁজ ৩ জনের মধ্যে মেয়ে বিনিতা ত্রিপুরা (১৩) ও ছেলে প্রদীপ ত্রিপুরার (৮) লাশ উদ্ধার করা হয়েছে। বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য, পুলিশ, আর্মি, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় ১৩ ঘন্টা পর বৃষ্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাদের উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছে মা কৃষ্ণাতি ত্রিপুরা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সোহাগ রানা জানান, সকালে বিনিতা ত্রিপুরা (১৩) ও প্রদীপ ত্রিপুরা (৮) এর মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মাকে উদ্ধারে কাজ চলছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রবল বর্ষনের সময় বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কাজ থেকে ফেরার পথে ঝিড়ি পারাপারের সময় পাঁ পিছলে গিয়ে পানির ¯্রােতে ভেসে গিয়ে নিখোঁজ হয় জেলা সদরের সাংগাই ত্রিপুরা পাড়ার বাসিন্দা মৃত দিয়াম্ভ ত্রিপুরার স্ত্রী কৃষ্ণাতি ত্রিপুরা (৪৪), মেয়ে বিনিতা ত্রিপুরা (১৩) ও ছেলে প্রদীপ ত্রিপুরা (৮)। আহত হয় তাদের সাথে থাকা কৃষ্ণাতি ত্রিপুরার ছোট বোন রাংখাতি ত্রিপুরা। আহত অবস্থায় সে ঘটনার খবর এলাকাবাসীকে জানালে এলাকাবাসী অনেক খোঁজাখুজি করার পরও তাদের পাইনি। পরে ঘটনার খবর পেয়ে বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযানে নামে। প্রায় ১৩ ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পর বৃহষ্পতিবার সকালে মেয়ে বিনিতা ত্রিপুরা ও ছেলে প্রদীপ ত্রিপুরাকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকর্মীরা। তবে এখনো নিখোঁজ রয়েছে মা কৃষ্ণাতি ত্রিপুরা।