বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক কর্মশালা

মেহের মামুন, (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ফারুক খান মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জাইকা বাংলাদেশের অর্থায়নে মুকসুদপুর উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করেছে।
মুকসুদপুর উপজেলা নিবার্হী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাহমুদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান ইকবাল মিয়া, উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, পৌর কাউন্সিলর জাকির হোসেন প্রমুখ।
এসময় বক্তারা মুকসুদপুর পৌর শহরকে বর্জ্য মুক্ত এবং পরিবেশ বান্ধব উপজেলা শহর গড়ার আহব্বান জানান।