আড়াইহাজারে ৩৩টি বাজারে সি.সি. ক্যামেরা স্থাপন

মো: ফেরদৌস রহমান, (আড়াইহাজার) :
দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে ও দেশের বিভিন্ন স্থানের সুরক্ষা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে নানা প্রকার উন্নয়ন প্রকল্প গৃহীত হচ্ছে। সেইসাথে দেশের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বাজারে, সরকারি প্রশাসনিক ভবনে, দোকানপাটে কিংবা স্কুল-কলেজের সামনে বসানো হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় সি.সি. ক্যামেরা। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসনের কাছে ডিজিটাল সি.সি. ক্যামেরা পৌঁছে দেওয়া হয়েছে ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছ থেকে অন্যান্য উপজেলা প্রশাসন সহ আড়াইহাজার উপজেলা প্রশাসনের কাছে সি.সি. ক্যামেরা পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর, উপজেলা কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত টিআর প্রকল্পের আওতায়, আড়াইহাজার উপজেলার ৩৩টি বাজারে সি.সি. ক্যামেরা স্থাপণ প্রকল্প উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন - আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা ভাইস- চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান ঝর্ণা৷ রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।
এসময়ে সাংসদ বাবু বলেন, " উন্নয়নের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রেখেছেন। তার হাত ধরে এগিয়ে চলছে দেশের সকল উন্নয়ন কাঠামো। তাই এ সরকার যতদিন রয়েছেন, ততদিন দেশের জনগণের সকল চাহিদা পূরণ হবে। "