South east bank ad

জামালপুরে কৃষক প্রশিক্ষণ

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৪ অপরাহ্ন   |   সারাদেশ

জামালপুরে কৃষক প্রশিক্ষণ
শামীম আলম, (জামালপুর) :

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট জামালপুর উপকেন্দ্র কৃষক র‌্যালি ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মিলনায়তনে বিনা উদ্ভাবিত তেল বীজ জাতসমূহের পরিচিতি এবং চাষাবাদ পদ্ধতি বীজ উৎপাদন ও সংরক্ষণ  কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা  হয়েছে। 

বিনা উপকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ নিতাই চন্দ্র বনিক, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদের, ময়মনসিংহ বিনা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়নকর্মকর্তা মোঃ সাইফুল আজম খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দিলরুবা প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসও শামীম আকরাম। পরে প্রশিক্ষণে বক্তারা বলেন, কৃষকের আয় দ্বিগুণ করার প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং এক ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করার ব্যাপারে কৃষকদের প্রশিক্ষন দেওয়া হয়।
BBS cable ad