South east bank ad

দুই বোনকে এসিড নিক্ষেপের মামলায় একজনের যাবজ্জীবন

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০১:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

দুই বোনকে এসিড নিক্ষেপের মামলায় একজনের যাবজ্জীবন
ইকরামুল আলম, (ভোলা) : 

ভোলায় আলোচিত দুই বোনের ওপর এসিড নিক্ষেপ মামলায় মহব্বত হাওলাদার অপু নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামী মহব্বত হাওলাদার অপু ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ বালিয়া গ্রামের মো. মানিক হাওলাদরের ছেলে। বুধবার বিকেলে ভোলা  জেলা ও দায়রা জজ আদালতের (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৪(১) ধারায় এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু মামলা নং-৬১৩/২০১৮। এবং জান্নাতুল ফেরদৌস।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, আসামী মহব্বত হাওলাদার অপু ২০১৮ সালের ১৪মে দিবাগত রাত ২টার দিকে মামলার বাদী জান্নাতুল ফেরদৌস এর মেয়ে তানজিম আক্তার মালা ও মারজিয়াকে এসিড নিক্ষেপ করে। এতে আনজিমের চোখ, মুখ, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। পরে সে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করে। এবং তার বোন মারজিয়ার গলার বাম পাশ, কাঁধ, ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়েছে। সে এখনও চিকিৎসাধীন আছেন।

মৃত তানজিম আক্তার মালা ভোলা সদর উপজেলার আবদুল মন্নান মিয়া মাধ্যমিক বিদ্যালয় হতে এস,এস,সি পাশ করেছে। সে আসামী মহব্বত হাওলাদার অপুর সাথে প্রেমের সম্পর্ক ছিলো। পরে তানজিম অন্যত্র প্রেম করছে এমন কারণ ধরে তাদের মধ্যে মনোমালিণ্য হয়। এক পর্যায়ে আসামী ভিকটিমের বাড়িতে প্রবেশ করে রাতের আঁধারে এ্যসিড ছুঁড়ে। এতে তানজিম ও তার বোন মালা এসিডদগ্ধ হয়। এঘটনায় ভিকটিমদের মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার বিবরণীতে আরো জানা যায়, আসামী আদালতের কাছে তার দোষ স্বীকার করেছে। আসামী শিক্ষার্থী হওয়ায় বিচারক আসামীর ছাত্রাবস্থা বিবেচনা করে মৃত্যুদন্ড প্রদানের পরিবর্তে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। তানজিমের মৃত্যুর কারণে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৪(১) ধারার অপরাধ প্রমাণ ও প্রতিষ্ঠা করতে সমর্থ হওয়ায় আসামীকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ড (আমৃত্যু) এবং ৭৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একইসাথে বিচারক একই আইনের ৪(২)(খ) ধারার অপরাধ প্রমাণ ও প্রতিষ্ঠা করতে সমর্থ হওয়ায় আসামীকে আরও ১৪ (চৌদ্দ) বছর সশ্রম কারাদন্ড এবং ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

রায় থেকে জানা যায়, আসামীকে দেওয়া উভয় সাজা একত্রে চলবে। অর্থদন্ডের টাকা অত্র আইনের ১৬ ধারামতে আদায় করে ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রদান করা হবে।
BBS cable ad