South east bank ad

রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৬ পূর্বাহ্ন   |   সারাদেশ

রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
সুশান্ত কুমার সরকার, (পাবনা) :

ঈশ্বরদীর নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত সারভেয়ার এলেক্স (৪২) নামে এক রূশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে বিদেশিদের আবাসন উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে গ্রিনসিটি আবাসিকের ৬ নম্বর বিল্ডিংয়ের ১৭৪ নম্বর কক্ষে থেকে পুলিশ তার মৃতদহ উদ্ধার করে। এলেক্স রূপপুর প্রকল্পে ‘রোসেম’ নামে একটি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কাজ শেষে এলেক্স তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল ১০টার দিকে ডাকাডাকি করে কোন সাড়া পাওয়া যায়নি। পরে খবর পেয়ে পুলিশ দুপুর ১টার দিকে ওই কক্ষ থেকে এলেক্সের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা  মেডিকেল কলেজ হাসপাকাল মর্গে পাঠায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লাশের সুরতহাল দেখে মনে হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। তবে ময়নাতদন্ত  প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
BBS cable ad