South east bank ad

শ্রীপুরে ১৮০০অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:১৮ পূর্বাহ্ন   |   সারাদেশ

শ্রীপুরে ১৮০০অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সাল আহমেদ, (গাজীপুর) :

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীর চালা ছাপিলা পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১হাজার ৬০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় জরিমানা করা হয়েছে ১ লাখ ৫হাজার টাকা।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযানে ৫টি স্থানে প্রায় ৪কিলোমিটার এলাকার সঞ্চালন লাইন তুলে ফেলা হয়। 

গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্ডার কামরুজ্জামান। 

গাজীপুর তিতাসের ব্যবস্থাপক নিপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, শিল্পকারখানার সঞ্চালন লাইন থেকে অবৈধভাবে বাসাবাড়ীতে গ্যাস সংযোগ দেয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছাপিলা পাড়া হ্যামস গার্মেন্টস সংলগ্ন ৪কিলোমিটার এলাকার ১হাজার ৬শত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। তবে  চারজনকে আটক করে ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হয়। পরে ভ্রাম্যমান আদালত হাসনা বেগমকে ২৫ হাজার টাকা, নাজনিন আক্তারকে ২৫ হাজার টাকা, শিরিন আক্তারকে ৩০ হাজার টাকা, পাপিয়া পারভীনকে ৩০ হাজার মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন,তিতাসের উপমহাব্যবস্থাপক ব্যবস্থাপক আবু সুফিয়ান, মির্জা শাহনেওয়াজ লতিফ, মোশারফ হোসেন, সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন,সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ,জাবেদ নুরানী প্রমুখ।
BBS cable ad