আজগর আলীকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় কুষ্টিয়াবাসী

শামসুল আলম স্বপন, (কুষ্টিয়া) :
আর কোন অসৎ মানুষ নয়, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বীরমুক্তিযোদ্ধা জননেতা আজগর আলীকে দেখতে চায় কুষ্টিয়াবাসী। ছাত্রলীগ থেকে তার যাত্রা শুরু। এখন কুষ্টিয়া আওয়ামীলীগের সাধরণ সম্পাদক। তৃণমূল নেতা-কর্মীদের কাছে তিনি যেমন জনপ্রিয় নেতা তেমন কুষ্টিয়ার উন্নয়নের রূপকার সাংসদ মাহবুব আলম হানিফের আস্থাভাজন ব্যক্তি। স্বাধীনতা যুদ্ধে জননেতা আজগর আলীর ছিল অসাধারণ আত্মত্যাগ। কাক ডাক ভোর থেকে তিনি গভীর রাত পর্যন্ত নি:স্বার্থ ভাবে দলীয় নেতা -কর্মীদের সমস্যা সমাধানের পাশাপাশি জনকল্যাণে নিরলস শ্রম দিয়ে থাকেন।
জনসেবা করতে যেয়ে তিনি কোন অসৎ কাজে জড়াননি। দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থেকেও তিনি ধরে রেখেছেন তার ক্লিন ইমেজ। জাতীয় পার্টী ও জামায়াত -বিএনপির শাসন আমলে চরম নির্যাতিত এই নেতা দলের সাথে করেনি কোনদিন বেঈমানী। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে অত্যন্ত আন্তরিক নেতা আজগর আলীকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দলীয় মনোনয়ন দিলে আওয়ামীলীগের নেতা-কর্মীরা যেমন খুশি হবে তেমন কুষ্টিয়া জেলাবাসী উপকৃত হবে বলে বিশ্বাস করে জনগণ।