শিরোনাম

South east bank ad

শরীয়তপুরে শিশুকে ধর্ষণ চেষ্টা: চাচাত ভাই'র বিরুদ্ধে মামলা হলে এখনো গ্রেপ্তার হয়নি

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৬ পূর্বাহ্ন   |   সারাদেশ

শরীয়তপুরে শিশুকে ধর্ষণ চেষ্টা: চাচাত ভাই'র বিরুদ্ধে মামলা হলে এখনো গ্রেপ্তার হয়নি


শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড দড়িহাওলা গ্রামে ছয় বছরের এক শিশু ও দড়িহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাচাত ভাই আবুলের বিরুদ্ধে পালং মডেল থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত আবুল হোসেন আকন (২৫) একই বাড়ির নান্নু আকনের ছেলে ৷ এদিকে মামলা করার এক সপ্তাহ পার হলেও এখনো গ্রেপ্তার হয় নি আবুল। 

শিশুটির মা জানান,  গত বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওই শিশুকে নৌকায় ঘুরানোর কথা বলে নির্জন ক্ষেতের ভিতর নিয়ে যায় দড়িহাওলা গ্রামের নান্নু আকনের ছেলে আবুল হোসেন। পরে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে লম্পট  আবুল হোসেন। তখন ওই শিশুর ডাকচিৎকার শুনতে পেয়ে দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে শিশুটি মা ৷ এসময় আবুল  পালিয়ে যায় ৷ এর আগে আবুল বাথরুমের বদনায় মরিচ গুলিয়ে রেখেছিলো। মাঝে মধ্যে গভীর রাতে ঘরে টোকা দিতো। হাস মুরগী চুরি করতো। ঘরের বাহিরের লাইট চুরি করে নিয়ে যেতো। নানা ভাবে জ্বালাতন করছে। এঘটনায় ৯ সেপ্টেম্বর পালং মডেল থানায় একটি মামলা দায়ের করে ওই শিশুটির মা। তবে মামলা করার এক সপ্তাহ পেরিয়ে গেলেও লম্পট আবুল গ্রেপ্তার হয় নি।

এব্যাপারে চিতলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) হাবীবুর রহমান বলেন- আমি ঘটনাটা শুনছি। এ বিষয়ে আবুলের বিরুদ্ধে থানায় মামলাও হইছে। যদি আবুল আকন এই কাজ করে থাকে তবে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হউক ৷ যাতে এমন কাজ যেন আর কেউ করতে সাহস না পায়।

এ ব্যাপারে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো.আক্তার হোসেন বলেন, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। আসামী আবুলকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
BBS cable ad