রেমা থেকে ভারতীয় নাগরিক আটক

হবিগঞ্জ প্রতিনিধি:
বিনা পাসপোর্টে প্রবেশ করায় হবিগঞ্জ জেলার চুনারুঘাটের রেমার তলববাজার থেকে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টায় হবিগঞ্জের ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে বেলা ১১ টায় রেমা ক্যাম্পের হাবিলদার ওলিউল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা তলববাজার থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করেন। এরপর থেকে সে ভারতীয় কেরেলা ভাষায় কথা বলছে।
হবিগঞ্জের ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী জানান- বিকেলে ভাতীয় নাগরিককে চুনারুঘাট থানায় প্রেরণ করা হয়েছে। পুলিশ আটক ভারতীয় নাগরিকের নাম ও পরিচয় সংগ্রহ ও কি কারণে রেমায় এসেছে এর কারণ বের করার চেষ্টা করছে।
মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ জানান, আটক হওয়া ব্যক্তির ভাষা স্পষ্ট করে বুঝা যাচ্ছে না। তবে সে ভারতীয় নাগরিক হবে। তার ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।