পঞ্চগড়ে থ্রি হুইলারের ধাক্কায় নিহত এক

মোঃ লিহাজ উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধিঃ
উত্তরের জেলা পঞ্চগড়ের বোদা উপজেলায় মাহিন্দ্রার (থ্রি হুইলার) ধাক্কায় রঞ্জিত রায় (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের টেকরাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জিত একই এলাকার জিতেন্দ্রনাথের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে জরুরি কাজে বের হন রঞ্জিত।
পথে টেকরাপাড়ায় এলে পেছন থেকে বালুবাহী একটি মাহিন্দ্রা তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন রঞ্জিত। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।