কালাইয়ে হেরোইনসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, জয়পুরহাট :
জয়পুরহাট জেলা কালাই উপজেলায় মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ এক জন যুবক গ্রেফতার করেছেন কালাই থানার পুলিশ।
মঙ্গলবার ( ১৪ সেপ্টেম্বর) সকালে কালাই উপজেলার পাঁচশিরা থেকে মাত্রাইগামী রাস্তায় পাঁচশিরা বাজারস্থ কুলি শ্রমিক অফিসের সামনে জিয়ারুল ইসলাম নাম একজন যুবক হেরোইনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত ব্যক্তি : জয়পুরহাট জেলা কালাই উপজেলার আঁওড়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলামের ছেলে জিয়ারুল ইসলাম (২৫)।
জয়পুরহাট জেলা পুলিশের এসআই (নিঃ) এসএম জুবায়ের হোসেন বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে কালাই থানাধীন পাঁচশিরা থেকে মাত্রাইগামী রাস্তায় পাঁচশিরা বাজারস্থ কুলি শ্রমিক অফিসের সামনে থেকে মোঃ জিয়ারুল ইসলাম (২৫) নামে এই যুবকে দশমিক পাঁচ শূন্য গ্রাম হেরোইন এবং দুই হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।