শিরোনাম

South east bank ad

টাঙ্গাইলে স্বাস্থ্য কমপেক্সেগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৮ অপরাহ্ন   |   সারাদেশ

টাঙ্গাইলে স্বাস্থ্য কমপেক্সেগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ জেলার ১২টি উপজেলায় স্বাস্থ্য কমপেক্সেগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করা হয়। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জনের সভা কক্ষে বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য রাহেলা জাকিরের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএস সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচাললক ডা. মোহাম্মদ আলী খান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান।কমাশিয়াল ব্যাংক অফ সিলনের হেড অব পার্সনাল ব্যাংকিং এর এজিএম সাকির খসর, ডেভেলপমেন্ট এন্ড ডিপজিট মোবিলাইজেশন মিস উরমি ইরানি খানসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের অর্থায়নে ১০ লাখ টাকার ১০ টি উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও বুরো বাংলাদেশের অর্থায়নে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ লাখ টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো রেফ্রিজারেটর, জেনারেটর, ইসিজি মেশিন, সিরিঞ্জ পাম্প, ডিজিটাল ইনফ্রারড থার্মোমিটার, পাল্স অক্সিমিটার, অক্সিজেন ফ্লো মিটার, মাস্ক, ফেস শিল্ড ও হ্যান্ড স্যানিটাইজার।

BBS cable ad