বরগুনায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রবেশে স্বাস্থ্য বিধি অনুসরণ

এম.এস রিয়াদ, (বরগুনা):
বরগুনা শহরের মধ্যে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেখা গেছে স্বাস্থ্য বিধি অনুসরণ করেই প্রবেশ করতে দিচ্ছে শিক্ষাঙ্গনে। রোভার সদস্য, রেড ক্রিসেন্ট কিংবা বিএনসিসির সদস্যরা সদর দরজায় দাঁড়িয়ে থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করছেন।
স্বাস্থ্যবিধি নিশ্চিতের মধ্যে ডিজিটাল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা, মাস্ক নিশ্চিত করা ও হ্যান্ড স্যানিটাইজার এর মাধ্যমে হাত ধৌত করিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি মিলছে। এছাড়া কড়া নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাঠদান চলতেও দেখা গেছে।
তবে সদরের বাইরে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তেমন কোনো স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। নিশ্চিত করা হয়নি মাস্ক, ডিজিটাল থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে। ঠাসাঠাসি করেই ক্লাসে বসানো হয়েছে। এমন চিত্র দেখা গেছে বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া কদমতলা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে। এসাইনমেন্ট এর কভার পেইজ ও প্রশ্নপত্র বাবদ শিক্ষার্থী প্রতি নেয়া হয়েছে পঞ্চাশ টাকা। অ্যাসাইনমেন্ট গ্রহণেও মানা হয়নি কোন ধরনের স্বাস্থ্যবিধি।
কিন্তু বরগুনা শহরে অবস্থিত বরগুনা সরকারি কলেজ, বরগুনা সরকারি মহিলা কলেজ, বরগুনা আইডিয়াল কলেজ, বরগুনা জিলা স্কুল, বরগুনা বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়, গগন মেমোরিয়াল হাই স্কুলে পুরোই ভিন্ন চিত্র।
উল্লেখিত এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত সকল ধরনের স্বাস্থ্য বিধি মেনেই শিক্ষক-শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিত করা হচ্ছে। এমন ধারা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানগণ।