South east bank ad

আট দফা দাবি আদায়ের লক্ষ্যে চরফ্যাসনে বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৪ অপরাহ্ন   |   সারাদেশ

আট দফা দাবি আদায়ের লক্ষ্যে চরফ্যাসনে বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা

আমিনুল ইসলাম (চরফ্যাসন):

সকল বিক্রয় প্রতিনিধিদের চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ভোলার চরফ্যাসনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির হলরুমে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট চরফ্যাসন উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ ৮ দফা দাবিগুলো হচ্ছে চাকরি স্থায়ী করণ, প্রভিডেন্ট ফান্ড চালু, মারা গেলে পরিবার কে আর্থিক সহায়তা, বেতনের সমপরিমাণ উৎসব বোনাস, সরকারি ছুটি অনুযায়ী ছুটি ঘোষণা, প্রতি বছর ১০% হারে বেতন বৃদ্ধি করতে হবে৷

প্রধান উপদেষ্টা আবু নাছের এর সঞ্চালনায় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম আতিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইমরান নাজির, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ভোলা জেলা শাখার সভাপতি মহীউদ্দীন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ উপস্থিত ছিলেন৷ এছাড়াও চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন ফরাজি সহ জোটের বিভিন্ন নেতৃবৃন্দ ও উপজেলার বিক্রয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷

আলোচনা সভায় বক্তারা বলেন, সারা বাংলাদেশ ২৫ লাখেরও বেশি বিক্রয় প্রতিনিধি রয়েছে যারা সেলস এন্ড মার্কেটিং পেশার সাথে জড়িত৷ জীবিকার জীবনযুদ্ধে সবচাইতে বেশি ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে আসছি আমরা৷ কোম্পানির বিশাল টার্গেট মাথায় নিয়ে সকালে বাহির হওয়ার সময় থাকলেও কখন বাসায় ফিরব তার নিদিষ্ট কোন সময় নেই৷ কিন্তু দুঃখের বিষয়! সুযোগ সুবিধার দিক থেকে আমরাই সবচাইতে অবহেলিত৷ কোম্পানিগুলোর ব্যক্তিগত চাপিয়ে দেয়া শর্তসাপেক্ষে চলছে আমাদের জীবন৷ মানা হচ্ছে না সরকারি নীতিমালা৷ এমন অবস্থায় আমাদের চাকরিক্ষেত্রে ন্যায্য ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের ন্যায় চরফ্যাসনেও শান্তিপূর্ণ আন্দোলন বাস্তবায়নের ঘোষণা দেন নেতৃবৃন্দ৷

BBS cable ad