বাগেরহাটে ছিনতাইয়ের সময় অজ্ঞান পার্টির সদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে চেতনানাশক স্প্রে দিয়ে ছিনতাইয়ের সময় মোঃ হালিম (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার সকালে দশানী সেলিম হাওলাদারের ফ্লেক্সিলোডের দোকানের সামনে থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরবর্তীতে বাগেরহাট মডেল থানা পুলিশ হালিমকে থানায় নিয়ে যায়।
আটক মোঃ হালিম বাগেরহাট জেলার মোংলা উপজেলার নারকেলতলা মৃত আবুল হোসেনের ছেলে। সে সক্রীয় অজ্ঞান পার্টির সদস্য।
স্থানীয় রবিউল ইসলাম বলেন, সকালে চেতনা নাশক স্প্রে করে এক নারীর টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় হালিমকে আমরা হাতেনাতে আটক করি। পরবর্তীতে পুলিশে খবর দিলে তারা হালিমকে আটক করেছেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, অজ্ঞান করে ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়রা হালিম নামের এক ব্যক্তিকে আটক করে রাখে। পরে খবর পেয়ে হালিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।