শায়েস্তাগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বরমপুর বাজারের কাছে একটি খাল থেকে অজ্ঞাত নারী (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোর্শেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এর আগে স্থানীয়রা খালের পানির উপর ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ইন্সপেক্টর (তদন্ত) মোর্শেদ আলম বলেন-ওই নারীর নাম ও পরিচয় সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে খালের পানিতে ফেলে গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।